ঢাকা থেকে বাসযোগে নওগাঁয় ফেরার পর হৃদরোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে নওগাঁ শহরের ব্যস্ততম তাজের মোড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওই বৃদ্ধ সন্ধ্যার পর ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাসে নওগাঁয় পৌঁছান। বাসটি তাজের মোড় এলাকায় যাত্রী নামানোর পর তিনি বাস থেকে নামেন। কিছুদূর হাঁটার পর হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন এবং একপর্যায়ে রাস্তায় লুটিয়ে পড়েন।
ঘটনাটি মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে বসানোর চেষ্টা করেন এবং পানি খাওয়ান। কেউ কেউ দ্রুত অটোরিকশা বা অন্য কোনো যানবাহনের মাধ্যমে তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে এর আগেই তিনি অচেতন হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয়দের ধারণা, দীর্ঘ সময় বাসযাত্রার ক্লান্তি, তীব্র শীত এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে তিনি হৃদরোগে (স্ট্রোক) আক্রান্ত হন। যদিও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে চিকিৎসকের মতামত এখনো পাওয়া যায়নি।
খবর পেয়ে নওগাঁ সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির কাছে থাকা মোবাইল ফোন ও কিছু ব্যক্তিগত কাগজপত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ আরও জানায়, পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্ত না হলে মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে রাখা হবে।

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬
ঢাকা থেকে বাসযোগে নওগাঁয় ফেরার পর হৃদরোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে নওগাঁ শহরের ব্যস্ততম তাজের মোড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওই বৃদ্ধ সন্ধ্যার পর ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাসে নওগাঁয় পৌঁছান। বাসটি তাজের মোড় এলাকায় যাত্রী নামানোর পর তিনি বাস থেকে নামেন। কিছুদূর হাঁটার পর হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন এবং একপর্যায়ে রাস্তায় লুটিয়ে পড়েন।
ঘটনাটি মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে বসানোর চেষ্টা করেন এবং পানি খাওয়ান। কেউ কেউ দ্রুত অটোরিকশা বা অন্য কোনো যানবাহনের মাধ্যমে তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে এর আগেই তিনি অচেতন হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয়দের ধারণা, দীর্ঘ সময় বাসযাত্রার ক্লান্তি, তীব্র শীত এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে তিনি হৃদরোগে (স্ট্রোক) আক্রান্ত হন। যদিও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে চিকিৎসকের মতামত এখনো পাওয়া যায়নি।
খবর পেয়ে নওগাঁ সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির কাছে থাকা মোবাইল ফোন ও কিছু ব্যক্তিগত কাগজপত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ আরও জানায়, পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্ত না হলে মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে রাখা হবে।

আপনার মতামত লিখুন