ঢাকা   মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

থাকো যদি আমার



থাকো যদি আমার

তোমার ভালোবাসা হয় যদি খাঁটি

বিছিয়ে দেব হৃদয়ের শীতল পাটি।

যাবো না কোনদিন তোমায় ছেড়ে!

তোমার বুকে গড়বো বসত বাড়ি। 

হব তোমারই প্রেম বাগানের মালি,

সাজাবো তোমার জন্য ফুলের ডালি।

করবো না যে কখনো চোখের বালি,

গায়ে লাগতে দিব না কলঙ্কের কালি।

যদি মিশে থাকো ভাবাবেগের সাথে,

আদরে শুনাবো গান বৃষ্টি ভেজা রাতে।

থাকো যদি পাশাপাশি হাতটা তুমি ধরে,

এক জীবনের ভালোবাসা দিব উজার করে।

হও যদি প্রিয়তম তুমি পথের সহযাত্রী,

তোমার সাথে পাড়ি দেব আঁধারের রাত্রি।

হও যদি তুমি রাগিণী আমার ঘরের ঘরনি,

জোৎস্নাস্রোতে ভাসাবো সুখের তরণী। 

অন্তরে জ্বালাবা স্বর্গীয় আনন্দের বাতি,

হব যে তোমার জনম জনমের সাথী।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬


থাকো যদি আমার

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

তোমার ভালোবাসা হয় যদি খাঁটি

বিছিয়ে দেব হৃদয়ের শীতল পাটি।

যাবো না কোনদিন তোমায় ছেড়ে!

তোমার বুকে গড়বো বসত বাড়ি। 

হব তোমারই প্রেম বাগানের মালি,

সাজাবো তোমার জন্য ফুলের ডালি।

করবো না যে কখনো চোখের বালি,

গায়ে লাগতে দিব না কলঙ্কের কালি।

যদি মিশে থাকো ভাবাবেগের সাথে,

আদরে শুনাবো গান বৃষ্টি ভেজা রাতে।

থাকো যদি পাশাপাশি হাতটা তুমি ধরে,

এক জীবনের ভালোবাসা দিব উজার করে।

হও যদি প্রিয়তম তুমি পথের সহযাত্রী,

তোমার সাথে পাড়ি দেব আঁধারের রাত্রি।

হও যদি তুমি রাগিণী আমার ঘরের ঘরনি,

জোৎস্নাস্রোতে ভাসাবো সুখের তরণী। 

অন্তরে জ্বালাবা স্বর্গীয় আনন্দের বাতি,

হব যে তোমার জনম জনমের সাথী।


মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত