ঢাকা   বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

শ্বশুরবাড়ি থেকে ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা শুরু করলেন তারেক রহমান



শ্বশুরবাড়ি থেকে ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা শুরু করলেন তারেক রহমান

সিলেটে শ্বশুরবাড়ি থেকেই আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে তিনি স্ত্রী ডা. জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি সিলেটের বিরাইমপুরে পৌঁছান।

এ সময় তারেক রহমান বলেন, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত শেষে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের কার্যক্রম দলের পক্ষে এখান থেকেই শুরু করলাম। আপনাদের সবার দোয়া চাই, আল্লাহ যেন আমাদের ওপর রহমত কায়েম করেন।


দেশের মানুষের কাছে বিএনপির দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চান। নারী উন্নয়ন, কৃষি খাতের অগ্রগতি ও সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে জনগণের সমর্থন কামনা করেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণের ভোটেই ধানের শীষ বিজয়ী হবে।

তারেক রহমান বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এক নির্বাচনি সমাবেশে যোগ দেওয়ার মধ্যে দিয়ে প্রচারণা শুরু করেন। এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এবং রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সন্ধ্যা ৮টার দিকে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।


উল্লেখ্য, ২০০৫ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সিলেট সফর করেছিলেন তারেক রহমান। এবার তিনি যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান হিসেবে। চেয়ারম্যান হিসেবে এটিই তার প্রথম জনসভা।

১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করতেন। সেই ঐতিহ্য অনুসরণ করেই এবার সিলেট থেকেই নির্বাচনি মাঠে নামলেন তারেক রহমান।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬


শ্বশুরবাড়ি থেকে ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা শুরু করলেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

সিলেটে শ্বশুরবাড়ি থেকেই আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে তিনি স্ত্রী ডা. জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি সিলেটের বিরাইমপুরে পৌঁছান।


এ সময় তারেক রহমান বলেন, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত শেষে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের কার্যক্রম দলের পক্ষে এখান থেকেই শুরু করলাম। আপনাদের সবার দোয়া চাই, আল্লাহ যেন আমাদের ওপর রহমত কায়েম করেন।


দেশের মানুষের কাছে বিএনপির দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চান। নারী উন্নয়ন, কৃষি খাতের অগ্রগতি ও সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে জনগণের সমর্থন কামনা করেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণের ভোটেই ধানের শীষ বিজয়ী হবে।


তারেক রহমান বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এক নির্বাচনি সমাবেশে যোগ দেওয়ার মধ্যে দিয়ে প্রচারণা শুরু করেন। এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এবং রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সন্ধ্যা ৮টার দিকে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।


উল্লেখ্য, ২০০৫ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সিলেট সফর করেছিলেন তারেক রহমান। এবার তিনি যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান হিসেবে। চেয়ারম্যান হিসেবে এটিই তার প্রথম জনসভা।


১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করতেন। সেই ঐতিহ্য অনুসরণ করেই এবার সিলেট থেকেই নির্বাচনি মাঠে নামলেন তারেক রহমান।


মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত