ঢাকা   বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

কুমিল্লা-১০ আসনে রিট খারিজ

দ্বৈত নাগরিকত্বে শেষ হলো বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার স্বপ্ন



দ্বৈত নাগরিকত্বে শেষ হলো বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার স্বপ্ন

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগে কুমিল্লা-১০ আসন (লালমাই–নাঙ্গলকোট) থেকে নির্বাচনে অংশ নেওয়ার পথ চূড়ান্তভাবে বন্ধ হয়ে গেল বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার। নির্বাচন কমিশনের (ইসি) প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা তার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের এই রায়ের ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে বিএনপির এই প্রার্থীর অংশগ্রহণের আর কোনো সুযোগ থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।


আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফিদা এম কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অভিযোগকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট ইউসুফ আলী। নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ।

এর আগে গত ২০ জানুয়ারি নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন মো. আবদুল গফুর ভূঁইয়া। উল্লেখ্য, গত রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।


মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি। উভয় পক্ষের শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত দেয়, যা আজ হাইকোর্টেও বহাল থাকলো।

এই রায়ের মাধ্যমে কুমিল্লা-১০ আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তন এলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬


দ্বৈত নাগরিকত্বে শেষ হলো বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার স্বপ্ন

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগে কুমিল্লা-১০ আসন (লালমাই–নাঙ্গলকোট) থেকে নির্বাচনে অংশ নেওয়ার পথ চূড়ান্তভাবে বন্ধ হয়ে গেল বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার। নির্বাচন কমিশনের (ইসি) প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা তার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের এই রায়ের ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে বিএনপির এই প্রার্থীর অংশগ্রহণের আর কোনো সুযোগ থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।


আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফিদা এম কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অভিযোগকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট ইউসুফ আলী। নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ।


এর আগে গত ২০ জানুয়ারি নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন মো. আবদুল গফুর ভূঁইয়া। উল্লেখ্য, গত রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।


মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি। উভয় পক্ষের শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত দেয়, যা আজ হাইকোর্টেও বহাল থাকলো।


এই রায়ের মাধ্যমে কুমিল্লা-১০ আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তন এলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত