মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
চীনের ফার্স্ট লেডি ও স্পেনের রানী বেইজিং প্রতিবন্ধী সেবা কেন্দ্র পরিদর্শন
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫
১২ নভেম্বর, (বুধবার) সকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্ত্রী ফেং লি ইউয়ান স্পেনের রানী লেটিজিয়া ওর্টিজের সঙ্গে বেইজিংয়ের একটি প্রতিবন্ধী সেবা কেন্দ্র পরিদর্শন করেছেন।
মাদাম ফেং লি ইউয়ান এবং রানী লেটিজিয়া কেন্দ্রটির প্রতিবন্ধী সেবা প্রকল্পের অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন। তাঁরা বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস বিষয়ক প্রদর্শনীও দেখেন। এরপর তাঁরা বিজ্ঞানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তার সুফল প্রদর্শনী এলাকা এবং পাবলিক রিডিং এরিয়া পরিদর্শন করেন। সেখানে তাঁরা চীনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যবহৃত পণ্য, প্রতিবন্ধী শিশুদের পঠন কার্যক্রম এবং বাধামুক্ত সুযোগ-সুবিধা নির্মাণের অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।
মাদাম ফেং লি ইউয়ান বলেন যে, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতে আরও ভালোভাবে একীভূত হওয়ার জন্য সব পক্ষের যৌথ প্রচেষ্টা ও সমর্থন প্রয়োজন। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের স্বপ্ন বাস্তবায়নে যৌথভাবে সহায়তা করার জন্য চীন ও স্পেন বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করতে পারে।
রানী লেটিজিয়া চীনের প্রতিবন্ধী ব্যক্তিদের স্বার্থের উন্নয়ন, বিশেষ করে প্রতিবন্ধী নারীদের কর্মসংস্থান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান এবং চীনের এই অর্জনের উচ্চ প্রশংসা করেন।
সূত্র:শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত
আপনার মতামত লিখুন