
ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়া উপজেলা নির্বাচন নিয়ে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে নিয়ে ১৩ মে ২৪ ইং বরুড়া উপজেলা হল রুমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু মুশফিকুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার) অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বরুয়া, কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এম এন মইনুল ইসলাম ও মোঃ হামিদ লতিফ ভূইয়া কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ মোঃ কামাল হোসেন, মোঃ ফরহাদ হোসেন, এডভোকেট আবদুর রহিম, মোঃ কবির আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মিনোয়ারা বেগম, কামরুন্নাহার শিখা বিভিন্ন বিষয় মতামত দেন।
কালবেলা জেলা প্রতিনিধি দিলিপ মজুমদার, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমদ, সাংবাদিক জসিম উদ্দিন খোকন বক্তব্য রাখেন।
মত বিনিময় সভা শেষে প্রিসাইডিং কর্মকর্তাদের সাথে আরেকটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী ২১ মে ২৪ ইং বরুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মুক্তির লড়াই ডেস্ক : 



























