ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‎বরুড়া পৌর সরকারি বালিকা বিদ্যালয়ের অবশিষ্ট টিন নিয়ে গেলো শিক্ষা অফিস Logo নীলফামারীতে শীতবস্ত্র ও রুম হিটার বিতরণ Logo কালীগঞ্জে বিএনপি সহ তিন দলের মনোনয়নপত্র সংগ্রহ Logo সুনামগঞ্জে বিপুল পরিমান ভারতীয় জিরা এবং ফুসকা জব্দ Logo ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় ডিমলায় জামায়াত ইসলামীর দোয়া অনুষ্ঠান Logo খানবাহাদুর আহ্ছানউল্লার ১৫২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প Logo চীনের অর্থনীতিতে পরিষেবা খাতের জয়যাত্রা Logo হাইনান বন্দর বিশ্ব বাণিজ্যকে এগিয়ে নেবে Logo সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত Logo পাকুন্দিয়ায় গৃহবধূকে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে হত্যা, স্বামী পলাতক

আমতলীতে মাঠে মাঠে হলুদের সমারোহ,চাষিদের সফলতা

  • এস এম সুমন রশিদ
  • আপডেট সময় ০৫:২৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

এস এম সুমন রশিদ:

বরগুনার আমতলীতেও সকল জায়গা জুড়ে কম বেশি সরিষা চাষ করেছন চাষিরা। হলদে রং মাখানো ক্ষেতে যেন বর্ণিল সাজে সজ্জিত সরিষার ক্ষেত। মৌসুমের এ ফলন ধান চাষাবাদে বিরত থেকে সিজনাল সরিষার চাষ প্রতিবছরের মত এ বছরও চাষিরা চাষ করেছেন। এ বছর ১৫০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। বেড়ে ওঠা গাছ আর ফুল দেখে সরিষার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা।

এবছর উপজেলার সকল সরিষাচাষীদের ক্ষেত প্রদক্ষিণ করে দেখা গেছে, এ বছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৫০ হেক্টর। উপজেলা কৃষি অফিসের পরামর্শে ওই পতিত জমিতে কৃষকেরা বিনা সরিষা-৯ চাষ করেছেন। এ ছাড়া তিন জাতের উচ্চ ফলনশীল বিনা-৪, বারি সরিষা-১৪ ও বারি সরিষা-১৫ বেশি চাষ করেছেন কৃষকেরা।
নভেম্বর মাসের শুরুতে কৃষকেরা উচ্চ ফলনশীল সরিষা চাষ করেন ১০০ দিনের মধ্যে সরিষার ফলন আসে। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকেরা পুষ্টিকর তেল পেতে সরিষা চাষে ঝুঁকছেন বলে জানান উপজেলা কৃষি অফিস।

চাওড়ার বৈঠাকাটা গ্রামের কৃষক রোকন খান বলেন,আমরা প্রায় বছরই এ ধরনের সরিষার চাষাবাদ করি এবছর আমতলী উপজেলা কৃষি অফিসের পরামর্শ করে এ আবাদ করেছি।আশাবাদি ফসল বাল হবে।

আঠারোগাছিয়ার মালেক চাষী জানান, বলেন,এ বছর ফলন ভালো হয়েছে। এ বছর সরিষার সম্ভব্য ফসল আসবে ক্ষেতে।

আমতলী উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মো. ইছা বলেন আমতলী উপজেলা ১৫০ হেক্টর জমিতে বিনা সরিষা-৯, বারি সরিষা-১৪ ও বারি সরিষা-১৫ চাষ করেছেন কৃষকেরা। ফলনও ভালো হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বরুড়া পৌর সরকারি বালিকা বিদ্যালয়ের অবশিষ্ট টিন নিয়ে গেলো শিক্ষা অফিস

SBN

SBN

আমতলীতে মাঠে মাঠে হলুদের সমারোহ,চাষিদের সফলতা

আপডেট সময় ০৫:২৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

এস এম সুমন রশিদ:

বরগুনার আমতলীতেও সকল জায়গা জুড়ে কম বেশি সরিষা চাষ করেছন চাষিরা। হলদে রং মাখানো ক্ষেতে যেন বর্ণিল সাজে সজ্জিত সরিষার ক্ষেত। মৌসুমের এ ফলন ধান চাষাবাদে বিরত থেকে সিজনাল সরিষার চাষ প্রতিবছরের মত এ বছরও চাষিরা চাষ করেছেন। এ বছর ১৫০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। বেড়ে ওঠা গাছ আর ফুল দেখে সরিষার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা।

এবছর উপজেলার সকল সরিষাচাষীদের ক্ষেত প্রদক্ষিণ করে দেখা গেছে, এ বছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৫০ হেক্টর। উপজেলা কৃষি অফিসের পরামর্শে ওই পতিত জমিতে কৃষকেরা বিনা সরিষা-৯ চাষ করেছেন। এ ছাড়া তিন জাতের উচ্চ ফলনশীল বিনা-৪, বারি সরিষা-১৪ ও বারি সরিষা-১৫ বেশি চাষ করেছেন কৃষকেরা।
নভেম্বর মাসের শুরুতে কৃষকেরা উচ্চ ফলনশীল সরিষা চাষ করেন ১০০ দিনের মধ্যে সরিষার ফলন আসে। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকেরা পুষ্টিকর তেল পেতে সরিষা চাষে ঝুঁকছেন বলে জানান উপজেলা কৃষি অফিস।

চাওড়ার বৈঠাকাটা গ্রামের কৃষক রোকন খান বলেন,আমরা প্রায় বছরই এ ধরনের সরিষার চাষাবাদ করি এবছর আমতলী উপজেলা কৃষি অফিসের পরামর্শ করে এ আবাদ করেছি।আশাবাদি ফসল বাল হবে।

আঠারোগাছিয়ার মালেক চাষী জানান, বলেন,এ বছর ফলন ভালো হয়েছে। এ বছর সরিষার সম্ভব্য ফসল আসবে ক্ষেতে।

আমতলী উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মো. ইছা বলেন আমতলী উপজেলা ১৫০ হেক্টর জমিতে বিনা সরিষা-৯, বারি সরিষা-১৪ ও বারি সরিষা-১৫ চাষ করেছেন কৃষকেরা। ফলনও ভালো হয়েছে।