ঢাকা ০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দাম বেড়েছে

দাম বেড়েছে
এইচ এম রানা

 

দাম বেড়েছে মান কমেছে
জিনিস পত্রের ভাই,
এদেশেতে গরীব মানুষ
বাচবে কেমনে তাই।

আলু নাকি আশি টাকা
চাউল কেমনে খায়,
গরীব মানুষ খেঁটে খেয়ে
কেমনে রেহাই পায়।

বাজার হলো আগুন ভাই
তেলের দাম বেশি,
মধ্যবত্তী লোকেরাও আজ
খাবে কেমনে খাসি।

দিন আনে দিন খায় যারা
অতি কষ্টে করে,
দিনে দিনে তাদের আজ
চোখের পানি পরে।

আলু পটল তরকারি আজ
রাজার ঘরে থাকে,
ঝাল পেয়াজ আর রসুন যেনো
অতিশয়ে পাকে।

কেজি কেজি যায় না কেনা
পোয়া কিনতে হয়,
বাজার থেকে আনতে আনতে
নষ্ট তাহা পায়।

খাদ্য দ্রব্যের দাম কেনো ভাই
আজ এতো বাড়লো,
খাদ্যদ্রব্যের দাম বাড়লেও
মানুষের দাম কমলো।

সরকারের কাছে আবেদন
রাখবে আমার কথা,
খাদ্যদ্রব্যের দাম কমালে
থাকবে না মনে ব্যথা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দাম বেড়েছে

আপডেট সময় ০৫:১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪

দাম বেড়েছে
এইচ এম রানা

 

দাম বেড়েছে মান কমেছে
জিনিস পত্রের ভাই,
এদেশেতে গরীব মানুষ
বাচবে কেমনে তাই।

আলু নাকি আশি টাকা
চাউল কেমনে খায়,
গরীব মানুষ খেঁটে খেয়ে
কেমনে রেহাই পায়।

বাজার হলো আগুন ভাই
তেলের দাম বেশি,
মধ্যবত্তী লোকেরাও আজ
খাবে কেমনে খাসি।

দিন আনে দিন খায় যারা
অতি কষ্টে করে,
দিনে দিনে তাদের আজ
চোখের পানি পরে।

আলু পটল তরকারি আজ
রাজার ঘরে থাকে,
ঝাল পেয়াজ আর রসুন যেনো
অতিশয়ে পাকে।

কেজি কেজি যায় না কেনা
পোয়া কিনতে হয়,
বাজার থেকে আনতে আনতে
নষ্ট তাহা পায়।

খাদ্য দ্রব্যের দাম কেনো ভাই
আজ এতো বাড়লো,
খাদ্যদ্রব্যের দাম বাড়লেও
মানুষের দাম কমলো।

সরকারের কাছে আবেদন
রাখবে আমার কথা,
খাদ্যদ্রব্যের দাম কমালে
থাকবে না মনে ব্যথা।