ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুমিল্লায় বিজয় দিবসে রেলী আলোচনা করেছেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন Logo বাংলাদেশের মহান বিজয় দিবসে ঢাকার জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের শ্রদ্ধা Logo আদালতের রায় পক্ষে থাকার পরও ৩.৮৪ একর জমিতে চাষ করতে পারছেন না কৃষক ইসমাইল Logo কুমিল্লা টাউন হল মাঠে বিজয় মেলা নাকি বাণিজ্য মেলা Logo আজ ১৬ ডিসেম্বর: মহাবিজয়ের আলোয় উদ্ভাসিত একাত্তরের রণক্ষেত্রের চূড়ান্ত ইতিহাস Logo নলছিটিতে ৪০টি টিউবওয়েল বিতরণ Logo অবৈধ ড্রেজারে ধ্বংসের মুখে বারেশ্বর বিলের তিন ফসলি জমি Logo কালীগঞ্জে ভাটা উচ্ছেদে এসে শ্রমিকদের বাধায় ফিরে গেলেন পরিবেশ অধিপ্তর Logo সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ৫১ শিক্ষার্থী মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তির্ন Logo ১৬ই ডিসেম্বর: মুক্তির লড়াই, গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশের প্রত্যাশা

কালীগঞ্জে ফুটপাত দখলমুক্ত করার ব্যাপারে নীরব পৌর কর্তৃপক্ষ

শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ

ঝিনাইদহের কালিগঞ্জ পৌর এলাকার মেইন বাসস্ট্যান্ড থেকে শহরমুখী কালিবাড়ি মোড় তেমাথা এবং কালিবাড়ি থেকে থানা রোড অপরদিকে কালিবাড়ি থেকে নলডাঙ্গা এবং হাসপাতাল সড়কের দুপাশের ফুটপাত এবং রাস্তার অনেকটা স্থানজুড়ে দীর্ঘদিন ধরে হকারদের দখলে রয়েছে।

অবৈধভাবে ফুটপাত দখল এবং রাস্তার উপরে তিন স্তরের দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করাই সাধারণ মানুষের চলাচল ও যান চলাচলে ব্যাপকভাবে বিঘ্ন সৃষ্টি হয়। বিভিন্ন সময়ে অবৈধভাবে ফুটপাত দখল এবং রাস্তার উপর দোকান বসানোর নেপথ্যের কারিগর ছিলেন স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিবর্গ বলে অভিযোগ করেন বাজারের সাধারণ ব্যাবসায়ীরা।

কালিগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমাজ এবং সাধারণ জনগণের প্রতিনিধিরা ইতিপূর্বে উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ এবং রাজনৈতিক নেতাদের পেছনে বারবার ধারণা দিয়েও ফুটপাত এবং রাস্তা দখল মুক্ত করতে পারেননি।এমনকি গত ২৮ আগস্ট সর্বশেষ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হলেও বাস্তবে এর কোনো প্রতিফলন এখনো লক্ষ করা যাচ্ছে না।

ইতিপূর্বে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে না পারার পেছনে উপজেলা প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষ বরাবরই রাজনৈতিক নেতৃবৃন্দের সদিচ্ছাকেই দায়ী করেছেন। ১৪ আগস্ট হঠাৎ করে পৌরসভার প্রায় ২০ থেকে ২৫ জন কর্মকর্তা-কর্মচারীর একটি দল ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদেরকে ফুটপাত এবং রাস্তা ছেড়ে দেওয়ার জন্য ২৪ ঘন্টার মৌখিক নোটিশ দিতে দেখা যায়।

এরপর সেখানকার ক্ষুদ্র ব্যবসায়ীরা একত্রিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে তার কার্যালয়ে যেয়ে কথা বলেন। সেখানে ফুটপাত এবং রাস্তা দখল করে ব্যবসা পরিচালনাকারীরা আগামী ১৫ দিনের মধ্যে পৌর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় একটি নির্দিষ্ট স্থানে তাদেরকে স্থানান্তরিত করলে তারা রাস্তা এবং ফুটপাত ছেড়ে দেবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।

ওই ঘটনার পর ২৫ দিন পার হলেও পৌর কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। আদৌকি কালিগঞ্জ পৌর এলাকার বাজারের ফুটপাত এবং রাস্তা দখলমুক্ত হবে? দেশের পরিবর্তিত পরিস্থিতিতেও পৌর কর্তৃপক্ষ কি নীরব থাকবে? এমন অনেক প্রশ্ন পৌরবাসী এবং ব্যবসায়ীদের মনে শংকার জন্ম দিচ্ছে।রাস্তার উপর বসা ডাব বিক্রেতা মোক্তার হোসেন বলেন,আমরা ইউএনও স্যারের সাথে কথা বলে আসিলাম।স্যার পৌর কর্তৃপক্ষকে একটা নির্ধারীত স্থানে আমাদেরকে স্থানন্তরিত করে দেওয়ার দায়িত্ব দিয়েছিল।

এরপর পৌরসভা থেকে আর আমাদেরকে কিছু জানায়নি। আমরা গরিব মানুষ, আমাদের অন্যত্র বসার জাইগা না করে যদি উচ্ছেদ করা হয় তাহলে আমরা পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরবো। কালীগঞ্জ পৌর প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইলিশায় রিছিলের মুঠোফোনে বাজারের বিভিন্ন সড়কে ফুটপাত এবং রাস্তা দখলমুক্ত করার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে পূর্বে কি ঘটেছে আমি তা জানি না। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর নির্বাহী কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের সাথে আমি এ ব্যাপারে কথা বলব। জনদূর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে ফুটপাত এবং রাস্তা দখল মুক্ত করতে উদ্যোগ গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় বিজয় দিবসে রেলী আলোচনা করেছেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন

SBN

SBN

কালীগঞ্জে ফুটপাত দখলমুক্ত করার ব্যাপারে নীরব পৌর কর্তৃপক্ষ

আপডেট সময় ০৬:৪৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ

ঝিনাইদহের কালিগঞ্জ পৌর এলাকার মেইন বাসস্ট্যান্ড থেকে শহরমুখী কালিবাড়ি মোড় তেমাথা এবং কালিবাড়ি থেকে থানা রোড অপরদিকে কালিবাড়ি থেকে নলডাঙ্গা এবং হাসপাতাল সড়কের দুপাশের ফুটপাত এবং রাস্তার অনেকটা স্থানজুড়ে দীর্ঘদিন ধরে হকারদের দখলে রয়েছে।

অবৈধভাবে ফুটপাত দখল এবং রাস্তার উপরে তিন স্তরের দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করাই সাধারণ মানুষের চলাচল ও যান চলাচলে ব্যাপকভাবে বিঘ্ন সৃষ্টি হয়। বিভিন্ন সময়ে অবৈধভাবে ফুটপাত দখল এবং রাস্তার উপর দোকান বসানোর নেপথ্যের কারিগর ছিলেন স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিবর্গ বলে অভিযোগ করেন বাজারের সাধারণ ব্যাবসায়ীরা।

কালিগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমাজ এবং সাধারণ জনগণের প্রতিনিধিরা ইতিপূর্বে উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ এবং রাজনৈতিক নেতাদের পেছনে বারবার ধারণা দিয়েও ফুটপাত এবং রাস্তা দখল মুক্ত করতে পারেননি।এমনকি গত ২৮ আগস্ট সর্বশেষ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হলেও বাস্তবে এর কোনো প্রতিফলন এখনো লক্ষ করা যাচ্ছে না।

ইতিপূর্বে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে না পারার পেছনে উপজেলা প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষ বরাবরই রাজনৈতিক নেতৃবৃন্দের সদিচ্ছাকেই দায়ী করেছেন। ১৪ আগস্ট হঠাৎ করে পৌরসভার প্রায় ২০ থেকে ২৫ জন কর্মকর্তা-কর্মচারীর একটি দল ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদেরকে ফুটপাত এবং রাস্তা ছেড়ে দেওয়ার জন্য ২৪ ঘন্টার মৌখিক নোটিশ দিতে দেখা যায়।

এরপর সেখানকার ক্ষুদ্র ব্যবসায়ীরা একত্রিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে তার কার্যালয়ে যেয়ে কথা বলেন। সেখানে ফুটপাত এবং রাস্তা দখল করে ব্যবসা পরিচালনাকারীরা আগামী ১৫ দিনের মধ্যে পৌর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় একটি নির্দিষ্ট স্থানে তাদেরকে স্থানান্তরিত করলে তারা রাস্তা এবং ফুটপাত ছেড়ে দেবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।

ওই ঘটনার পর ২৫ দিন পার হলেও পৌর কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। আদৌকি কালিগঞ্জ পৌর এলাকার বাজারের ফুটপাত এবং রাস্তা দখলমুক্ত হবে? দেশের পরিবর্তিত পরিস্থিতিতেও পৌর কর্তৃপক্ষ কি নীরব থাকবে? এমন অনেক প্রশ্ন পৌরবাসী এবং ব্যবসায়ীদের মনে শংকার জন্ম দিচ্ছে।রাস্তার উপর বসা ডাব বিক্রেতা মোক্তার হোসেন বলেন,আমরা ইউএনও স্যারের সাথে কথা বলে আসিলাম।স্যার পৌর কর্তৃপক্ষকে একটা নির্ধারীত স্থানে আমাদেরকে স্থানন্তরিত করে দেওয়ার দায়িত্ব দিয়েছিল।

এরপর পৌরসভা থেকে আর আমাদেরকে কিছু জানায়নি। আমরা গরিব মানুষ, আমাদের অন্যত্র বসার জাইগা না করে যদি উচ্ছেদ করা হয় তাহলে আমরা পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরবো। কালীগঞ্জ পৌর প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইলিশায় রিছিলের মুঠোফোনে বাজারের বিভিন্ন সড়কে ফুটপাত এবং রাস্তা দখলমুক্ত করার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে পূর্বে কি ঘটেছে আমি তা জানি না। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর নির্বাহী কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের সাথে আমি এ ব্যাপারে কথা বলব। জনদূর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে ফুটপাত এবং রাস্তা দখল মুক্ত করতে উদ্যোগ গ্রহণ করা হবে।