ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত Logo রাজশাহীতে পুলিশ লাইন্সের শৌচাগার থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo মাঠের রাস্তায় জামাই শাশুড়ির বাঁশের বেড়া: বিপাকে দুই গ্রামের কৃষক Logo অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল Logo এনসিপির লোকজন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে : কায়কোবাদ Logo রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, গ্রেপ্তার ২ Logo মুরাদনগরে মাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে খুন করে থানায় স্বামী Logo খুনিদের বিচার আর দেশের সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না- ডাঃ শফিকুর রহমান Logo বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা Logo সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী’র বিশ্বস্ত সহযোগী দুর্নীতিবাজ ওসি ফারুক’র খুঁটির এতো জোর?

সফল উৎক্ষেপণ হয়েছে চীনের শেনচৌ-১৯ মহাকাশযান

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ০৯:১৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে

চীনের শেনচৌ-১৯ মনুষ্যবাহী মহাকাশযান গত বুধবার সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এর মাধ্যমে গত শতাব্দির ৯০’র দশকে জন্মানো ২ চীনা মহাকাশচারী মিশনে গেলেন।

স্থানীয় সময় বুধবার ভোর চারটা ২৭ মিনিটে, শেনচৌ-১৯ মনুষ্যবাহী মহাকাশযান বহনকারী লং মার্চ-২ রকেট চিউছুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে যাত্রা করে। প্রায় দশ মিনিট পরে শেনচৌ-১৯ মনুষ্যবাহী মহাকাশযানটি রকেট থেকে সফলভাবে পৃথক হয় এবং পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। মহাকাশযানের ৩ ক্রু ভাল অবস্থায় ছিলেন এবং উৎক্ষেপণটি সম্পূর্ণ সফল হয়েছে।

শেনচৌ-১৯ মনুষ্যবাহী মহাকাশযানের ৩ ক্রু হলেন ছাই স্যু জে, সোং লিং তোং এবং ওয়াং হাও জে। তাদের মধ্যে, সোং লিং তোং এবং ওয়াং হাও জে’র জন্ম গত শতাব্দির ৯০’র দশকে। এ ছাড়া ওয়াং হাও জে প্রথম চীনা মহাকাশ প্রকৌশলী হিসেবে মহাকাশে গেছেন।

চায়না ম্যানড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিসের মতে, মহাকাশযানটি কক্ষপথে প্রবেশ করার পরে পূর্বনির্ধারিত পদ্ধতি অনুসারে স্পেস স্টেশনের সাথে দ্রুত এবং স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে।

শেনচৌ-১৯ এর মহাকাশচারী শেন-চৌ ১৮’র ক্রুদের সাথে কক্ষপথে পরিক্রমণ করবেন। স্পেস স্টেশনে থাকাকালে শেনচৌ-১৯’র ক্রুরা একাধিক বহির্মুখী ক্রিয়াকলাপ পরিচালনা করবেন এবং মৌলিক মাইক্রোগ্রাভিটি পদার্থবিদ্যা, স্পেস ম্যাটেরিয়াল সায়েন্স, স্পেস লাইফ সায়েন্সসহ বিভিন্ন মিশনে কাজ করবেন।

সূত্র:ওয়াং তান হোং রুবি, চায়না মিডিয়া গ্রুপ(সিএমিজ)।

কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

SBN

SBN

সফল উৎক্ষেপণ হয়েছে চীনের শেনচৌ-১৯ মহাকাশযান

আপডেট সময় ০৯:১৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

চীনের শেনচৌ-১৯ মনুষ্যবাহী মহাকাশযান গত বুধবার সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এর মাধ্যমে গত শতাব্দির ৯০’র দশকে জন্মানো ২ চীনা মহাকাশচারী মিশনে গেলেন।

স্থানীয় সময় বুধবার ভোর চারটা ২৭ মিনিটে, শেনচৌ-১৯ মনুষ্যবাহী মহাকাশযান বহনকারী লং মার্চ-২ রকেট চিউছুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে যাত্রা করে। প্রায় দশ মিনিট পরে শেনচৌ-১৯ মনুষ্যবাহী মহাকাশযানটি রকেট থেকে সফলভাবে পৃথক হয় এবং পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। মহাকাশযানের ৩ ক্রু ভাল অবস্থায় ছিলেন এবং উৎক্ষেপণটি সম্পূর্ণ সফল হয়েছে।

শেনচৌ-১৯ মনুষ্যবাহী মহাকাশযানের ৩ ক্রু হলেন ছাই স্যু জে, সোং লিং তোং এবং ওয়াং হাও জে। তাদের মধ্যে, সোং লিং তোং এবং ওয়াং হাও জে’র জন্ম গত শতাব্দির ৯০’র দশকে। এ ছাড়া ওয়াং হাও জে প্রথম চীনা মহাকাশ প্রকৌশলী হিসেবে মহাকাশে গেছেন।

চায়না ম্যানড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিসের মতে, মহাকাশযানটি কক্ষপথে প্রবেশ করার পরে পূর্বনির্ধারিত পদ্ধতি অনুসারে স্পেস স্টেশনের সাথে দ্রুত এবং স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে।

শেনচৌ-১৯ এর মহাকাশচারী শেন-চৌ ১৮’র ক্রুদের সাথে কক্ষপথে পরিক্রমণ করবেন। স্পেস স্টেশনে থাকাকালে শেনচৌ-১৯’র ক্রুরা একাধিক বহির্মুখী ক্রিয়াকলাপ পরিচালনা করবেন এবং মৌলিক মাইক্রোগ্রাভিটি পদার্থবিদ্যা, স্পেস ম্যাটেরিয়াল সায়েন্স, স্পেস লাইফ সায়েন্সসহ বিভিন্ন মিশনে কাজ করবেন।

সূত্র:ওয়াং তান হোং রুবি, চায়না মিডিয়া গ্রুপ(সিএমিজ)।