মো.কাওসার, রাঙ্গামাটি
১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা কর্তৃক শহীদদের স্মরণে গণসঙ্গীত ও দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়। শহরের বনরূপাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সন্ধায় এই গনসঙ্গীত ও দেশাত্মবোধক গান এর আয়োজন করা হয়।
এতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক স্নেহাশীষ বড়ুয়া সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং রাঙ্গামাটি জেলার শিল্পী বৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক স্নেহাশীষ বড়ুয়া বলেন,১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর বিজয়ের প্রাক্কালে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। এর মধ্যে দিয়ে বাংলাদেশের বিজয় নস্সাত করার চেষ্টা করে পাক হানাদার বাহিনী। কিন্তু বিজয়কে বাধাগ্রস্থ করতে পারেনি,তবে জাতি হিসেবে অপূরনীয় ক্ষতি হয় দেশের। ১৪ ডিসেম্বরের শহীদদের স্মরণে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস গণসংগীত ও দেশাত্মবোধক গানের আয়োজন।
এ সময় নাম জানা অজানা বুদ্ধিজীবী সহ সকল শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করে গণ সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।