
মোহাম্মদ মাসুদ মজুমদার
কুমিল্লার বরুড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বরুড়া উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বরুড়া সদর বাজার থেকে বর্ণাঢ্য র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত আলোচনা এবং বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন বরুড়া পৌরসভা জামায়াতের ইসলামির আমীর মোঃ শাহ জালাল, নায়েবে আমীর মাওলানা জাকারিয়া, বিজিএমই নেতা, মাইশা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক নেতা মোজাম্মেল হক ভুইয়া, বরুড়া পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি খোরশেদ আলম পাটোয়ারী, কুমিল্লা পূর্ব অঞ্চলের ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ নাজমুল হাসান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাও. আবুল কাশেম, সহকারী সেক্রেটারি ডাঃমজিবুর রহমান, প্রোগ্রাম পরিচালনায় ছিলেন বরুড়া পৌরসভার সহ: সেক্রেটারি মু. আনোয়ার হোসাইন।